শ্রীপুর উপজেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ কালী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ১৯৭৫ ব্যাচের ঈদ পূনর্মিলনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কে এন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও কে এন উচ্চ বিদ্যালয়ের ১৯৭৫ ব্যাচের আহবায়ক আশরাফ উদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হুসেন।
উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শুভেচ্ছা জানান শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুল আলম মাস্টার। একটি বিশাল মোটরসাইকেল বহর নিয়ে কাওরাইদ মুক্ত মঞ্চে আসেন আক্তারুল আলম মাস্টার। এরপর মিছিল সহ কে এন উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক এই সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে আক্তারুল আলম মাস্টার জানান, অধ্যাপক ডাঃ এ জেট এম জাহিদ হোসেন আমাদের শ্রীপুরের কে এন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি আবার আমাদের শ্রীপুরে এসে আমাদের শ্রীপুরের মাটিকে ধন্য করেছেন। উনার আগমনে আমরা শ্রীপুরবাসী উচ্ছ্বসিত।
Leave a Reply