শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে শ্রীপুরে মাওনা ইউনিয়নে নিজ মাওনা এলাকায় নিউ গোল্ডেন ফিট মিলসে্ ফ্যাক্টরীতে জোরপূর্বক প্রবেশ চেষ্টা করে এক দল সাংবাদিক, সাংবাদিকদের অভিযোগ নিউ গোল্ডেন ফিট মিলস্ ফ্যাক্টরীতে সরকারি টিসিবির পণ্য রয়েছে বলে দাবি করে বলেন ফ্যাক্টরীতে সরকারী টিসিবির ৬০০ বস্তা মালামাল আছে এই বলিয়া ফ্যাক্টরিতে ঢুকার চেষ্টা করে তখন আমি কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করিয়া বিবাদীদের ফ্যাক্টরীতে প্রবেশ করিতে দেই। বিবাদীগনরা কোম্পানীতে প্রবেশ করিয়া পুশু খাদ্য এলোমেলো সহ কাটা কাটি করিয়া নষ্ট করে। বিষয়টি আমি সহ আমাদের কোম্পানীর কর্মকর্তা গন ভিডিও ধারন করিলে বিবাদীগন আমাদের উপর ক্ষিপ্ত হইয়া আমাকে এলোপাথারী ভাবে মারপিট করে, রক্তাক্ত জখম করে, আশপাশের লোকজনের সহাতায় আমাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়া আসিলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
এ বিষয়ে ফ্যাক্টরি ম্যানেজার উজ্জ্বল কুমার আচার্য্য বলেন , রোজার ঈদের আগে থেকেই আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে,আমি না দেওয়াই, সরকারি টিসিবির পণ্য আছে বলে মিথ্যা অপবাদ দিয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে।
নিউ গোল্ডেন ফিট মিলস্ সিকিউরিটি গার্ড শ্রী প্রকাশ পাঠক বাদী হয়ে দুইজন নাম উল্লেখ করে, শ্রীপুর থানা একটি অভিযোগ দায়ের করেন, অভিযুক্তরা হলেন, মোঃ রফিক (৪০) পিতা- অজ্ঞাত, আলামিন (২৪) পিতা-ওয়াহাব, ও অজ্ঞাত নামা আরো ৫/৬ জনে নামে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক বলেন দুপক্ষেরই অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হইবে।
Leave a Reply