কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
রবিবার বিকাল ৪ ঘটিকায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন , মেডিকো স্পেশালাইজড ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, নামে প্রাইভেট ক্লিনিক উদ্বোধন করেন। প্রধান অতিথি
ড. নাজমুল করিম খান মাননীয় পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর।
উপস্থিত ছিলেন এফসিপিএস (মেডিসিন), কনসালটেন্ট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ।
উপস্থিত ছিলেন সম্মানিত ব্যক্তিবর্গ
মাজহারুল ইসলাম
সাধারন সম্পাদক, জেলা বিএনপি, কিশোরগঞ্জ।
মেডিকো স্পেশালাইজড ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, এর ম্যানেজিং ডিরেক্টর,জনাব শেখ ফরিদ সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জ শহরে অনেক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে, আমি চাই আমার এই প্রতিষ্ঠানে, গরিব দুঃখী অসহায় মানুষের বিনামূল্যে পরীক্ষা, ও সেবার মান উন্নয়নে এগিয়ে যেতে ।
তাছাড়া উক্ত ক্লিনিক এর পরিচালক ঈব্রাহীম ইসলাম মুন্না মীর সাংবাদিকদের বলেন, কথাই নয় আমরা কাজে বিশ্বাসী। আমাদের এই প্রতিষ্ঠানকেই বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে। তাছাড়া আমরাই প্রথম কিশোরগঞ্জে ১২০ স্লাইস সিটিস্ক্যান এনেছি। ভবিষ্যতে সকল পরীক্ষা-নিরীক্ষা আমাদের এখানে সম্ভব হবে।
Leave a Reply