শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
৫ জুলাই ২০২৫ শনিবার রাত ৯ টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন হয়।
এই সংবাদ সম্মেলনে মোঃ সুমন আহমেদ পাপ্পু , যুগ্ন আহ্বায়ক – শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দল, ময়েজ উদ্দিন যুগ্ন আহবায়ক – শ্রীপুর পৌর যুবদল এবং মামুনুর রশিদ,সাবেক সাংগঠনিক সম্পাদক – গাজীপুর জেলা তারেক জিয়া প্রজন্ম দল। এই ব্যক্তিত্রয় যৌথ ভাবে স্বাক্ষরিত এক লিখিত প্রতিবাদ সংবাদ সম্মেলনে পেশ করেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন আমাদের বিরুদ্ধে গত ০২/০৭/২০২৫ তারিখে “দৈনিক নয়া দিগন্ত” পত্রিকার ডিজিটাল ডিজিটাল নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য কুৎসা রটানো হয়েছে।আমরা প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আওয়ামী সমর্থিত নাজমুল হাসান সবুজ এলাকার কিছু মাদক ব্যবসায়ীদের সাথে আতাত করে আমাদের ও আমাদের দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। নাজমুল হাসান সবুজ গত আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে ব্রডব্যাংক ইন্টারনেট ব্যবসা,অবৈধভাবে অন্যের জমি দখলসহ বিভিন্ন অপকর্ম করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ঐ সময় এলাকার মানুষ তার ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। সৈরাচার আওয়ামীলীগের পতনের পরও সে এখনো তার অপকর্ম অব্যাহত রাখে।এখন সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে দলের ভাব মূর্তি নষ্ট করছে।আমরা সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
Leave a Reply