লালন সরকার, দেবীগঞ্জ
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকার প্যারালাইসিস আক্রান্ত বৃদ্ধ মো. হায়দার আলী (৬৫) নিখোঁজ হওয়ার একদিন পর ফেসবুকে প্রকাশিত খবরে তার সন্ধান পান স্ত্রী মোছা. জাহানারা বেগম।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার পর থেকে হায়দার আলী নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতগ্রস্ত এবং মাঝে মাঝে স্মৃতিভ্রষ্ট হয়ে পড়েন।
সেই দিন রাত ১০টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকা কলেজপাড়া স্টেডিয়াম মাঠ সংলগ্ন শাজাহানের চা দোকানের সামনে একটি সাইকেলসহ অসহায় অবস্থায় হায়দার আলীকে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে দেবীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।
পরে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানার নির্দেশে ওই রাতেই (৩ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে হায়দার আলীকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
পরদিন শুক্রবার (৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম (সাংবাদিক) Md Lalon Shorkar ফেসবুক আইডি ও “সত্যের সন্ধানে” ফেসবুক পেইজে ভিডিও পোস্টের মাধ্যমে খবর পেয়ে দেবীগঞ্জ থানায় যোগাযোগ করেন স্ত্রী জাহানারা বেগম। এরপর ওসি মো. সোয়েল রানার সার্বিক সহযোগিতায় সকাল ১০টা ৫০ মিনিটে হায়দার আলীকে সাইকেলসহ নিজ হেফাজতে গ্রহণ করেন তিনি।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, হায়দার আলীর প্রথম স্ত্রী মোহনা মৃত্যুবরণ করেন। তার প্রথম সংসারে রয়েছে তিন কন্যা সন্তান—হামিদা বানু, গোলাপি ও নিলিফা (রিমি)। পরবর্তীতে তিনি জাহানারা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেন। এই সংসারে রয়েছে এক পুত্রসন্তান। স্ত্রী জাহানারা জানান, তাদের ছেলে তাদের খোঁজ রাখেন না এবং কোনো ভরণপোষণও দেন না। ফলে স্বামী-স্ত্রী দুজনেই মানুষের দয়ার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন।
Leave a Reply