লালন সরকার, দেবীগঞ্জ
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে ফুটপাতের চার পাশে নিজ অর্থায়নে বৃক্ষরোপণ করেছেন দুই অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
বুধবার (২৫ জুন) বিকেলে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান,এছাড়াও উপস্থিত ছিলেন, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রুহুল আমিন, সিনিয়র শিক্ষক মোঃ তানবিরুজ্জামান রুবেল সহ জসিম প্রামাণিক।
দেবীগঞ্জ পৌর এলাকার এই দুই অবসরপ্রাপ্ত সেনা সদস্য—সার্জেন্ট হাসেম আলী শেখ ও কর্পোরাল আবুল কাশেম—নিজ উদ্যোগ ও ব্যয়ে বিদ্যালয় মাঠের চারপাশে প্রায় ২০০টি ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণ করেন। এর মধ্যে কৃষ্ণচূড়া, জারুল, জাম, কাঠাল, জলপাই, চালতা, সবেদা প্রভৃতি গাছ রয়েছে।
তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিদ্যালয় মাঠকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি পরিবেশবান্ধব স্থানে পরিণত করা। এতে যেমন পাখিদের আবাসস্থল তৈরি হবে, তেমনি শিক্ষার্থীরা প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারবে।
প্রকৃতির প্রতি ভালোবাসা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ একটি পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে এই দুই অবসরপ্রাপ্ত সেনা সদস্য এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন।
Leave a Reply