শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলমান দেশ-বিদেশে মুসলিম ভাই-বোন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, গাজীপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ ক্যাঃ (অবঃ) আঃ সালাম আকন্দ
শুভেচ্ছা বার্তায়, আঃ সালাম আকন্দ বলেন, ঈদ মুসলিম জীবনে একটি অনন্য দিন। আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক। আপনার বাড়ি সর্বদা সীমাহীন সুখ, উল্লাস এবং হাসিতে ভরে উঠুক।
এই দিনটি আমাদের জীবনকে প্রাণবন্ত রঙ এবং প্রচুর হাসি দিয়ে উজ্জ্বল করুক।ত্যাগের মহিমায় ভরে উঠুক। এই উৎসব মানুষে মানুষে যে বিভেদের প্রাচীর তৈরি হয়, তাকে ভেঙে চুরমার করে দেয়। ধনী-গরিব, আশরাফ-আতরাফ, রাজা-প্রজা, মালিক-শ্রমিকের ভেদাভেদ ভুলে মানুষ সেদিন একাকার হয়ে যায়।
এ উৎসবের অন্যতম পর্ব হচ্ছে দু’রাকাত নামাজ আদায় করা। এখানেও উচ্চারিত হয় মহান আল্লাহ তা’য়ালার শ্রেষ্ঠত্ব আল্লাহু আকবার’ ধ্বনি।ঈদ উৎসব শুধু ধনীর জন্য নয়। মুসলিম সমাজের প্রতিটি মানুষ গরিব দুঃখী অসহায় সবাই সমানভাবে এতে অংশ নিতে পারে। সুতরাং ঈদের এই উৎসব শুধু আনন্দ উৎসব নয়, বরং এটি একটি তাৎপর্যপূর্ণ উৎসব যা ইবাদতের শামিল।
আঃ সালাম আকন্দ আরো বলেন, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে ,ধনী-গরীব সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উদযাপন করি, একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদ উল আযহার। ঈদ অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত। ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান। নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন। ঈদ শেষে সবাই আবার ফিরে নিজ কর্মস্থলে। তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সমৃদ্ধি, ভালোবাসা ও প্রেম। সবার চলার পথ হোক নিরাপদ। গাজীপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ ক্যাঃ (অবঃ) আঃ সালাম আকন্দ বলেন , আমার পক্ষ থেকে ও গাজীপুর -৩ আসনে সর্বস্তরের সাধারণ জনগণ কে জানাই, পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Leave a Reply