গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত বহুল আলোচিত নাজমুল হত্যা মামলার প্রধান আসামী আল আমিন (১৯) কে গ্রেফতার করেছে র্যাব-১, সিপিএসসি, গাজীপুর।
গত শনিবার (১৭ মে) রাত ৯টা ৫০ মিনিটে উপজেলার মাওনা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১ মে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামে ধানখেতের আইলে ধানের আঁটি রাখাকে কেন্দ্র করে নাজমুল কে বসতবাড়ি থেকে ডেকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করে নাড়িভুঁড়ি বের করে ফেলেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, ১মে ২০২৫ ইং সন্ধ্যায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ভিকটিম নাজমুল হক (৩৫) কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। হামলায় নাজমুল হকের বাবা-মা গুরুতর আহত হন। নিহতের চাচা মোঃ হাবিজ উদ্দিন শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখঃ ০২/০৫/২০২৫)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়।
মামলার পর র্যাব-১ গোয়েন্দা নজরদারি শুরু করে এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রধান আসামী আল আমিনের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আইনি প্রক্রিয়ার জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
Leave a Reply