খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় মসজিদ কমিটি গঠন ঘিরে ইমামকে মারধরের ঘটনায় দুইপক্ষ সংঘর্ষে জড়াই।পরে সেনা-পুলিশের যৌথ অভিযানে সংঘর্ষ থামে, দেশীয় অস্ত্রের ভাণ্ডার ও শর্টগান উদ্ধার করা হয়েছে। নান্নু রহমান (৫৫), সাইমন সরদার (৩২), এস এম আরিফুজ্জামান (৩০), মজিবর রহমান (৭০), সেজন সরদার দ্বীপ (৩৬)সহ পাঁচজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন কালিয়া উপজেলার কুলসুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৬ মে) বিকালে কালিয়া উপজেলার ৯নং ওয়ার্ডে ইমামকে মারধরের ঘটনায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে যৌথ কাহিনী। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার ৯নং ওয়ার্ডে শুক্রবার বিকেলে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হঠাৎ দাঙ্গা বেঁধে যায়। জনসমাগমপূর্ণ বাবু বাজার এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে তা সহিংস রূপ নেয়, ইমাম সাহেবের ওপর হামলার অভিযোগ সামনে আসে। স্থানীয়দের প্রাণভয়ে ছুটোছুটি, বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায়, এবং পুরো এলাকাটি রূপ নেয় রণক্ষেত্রে। সঠিক সময়ে দৃশ্যপটে হাজির হয় যৌথ বাহিনী—কালিয়া আর্মি ক্যাম্পের মেজর নাহিদের নেতৃত্বে সেনাবাহিনী এবং কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় মাত্র মিনিটের ব্যবধানে। দ্রুত, সুসমন্বিত অভিযানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে অভিযান শুরু করে অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত অস্ত্র শর্টগান ১টি,তাজা কার্তুজ ১৫টি, টেটা ৩টি, চাইনিজ কুড়াল ২টি, হকিস্টিক ১টি,রানদা ২টি, অস্ত্রের ব্যারেল, বাট, ক্লিনিং কিট ও অস্ত্রবক্স।
অভিযানের পরবর্তীতে মসজিদ এলাকা ও আশপাশের জনপদের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে, যাতে পুনরায় সংঘর্ষ বা সহিংসতা না ঘটে। স্থানীয় জনসাধারণকে এ ঘটনায় সহযোগিতা করায় যৌথ বাহিনী কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও যে কোন বিশৃঙ্খলা দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বলেন যৌথ বাহিনীর অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে। শুটার গানও দেশীয় অস্ত্রসহ থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply