নিজস্ব প্রতিবেদকঃ
বাংলা নবর্বষকে’ ১৪৩২ স্বাগত জানিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে বৈশাখী শোভাযাত্রা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ এবং বাদ্যযন্ত্র, রংবেরংয়ের ব্যানার ও ফেস্টুনে বৈশাখী শোভাযাত্রা উৎসবমুখর হয়ে ওঠে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা: শফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাষ্টার সঞ্চালনায় বক্তব্যের রাখেন,
গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আব্দুল রাজ্জাক, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি নেত্রী শেখ ফরিদা জাহান স্বপ্না, বরমী ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন প্রধান,।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গোল নাহার, বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন ফকির, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, গোসিংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল খান, শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল, শ্রীপুর পৌর জাসাসের সদস্য সচিব আল আমিন মোল্লা, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার সহ শোভাযাত্রায় মহিলা দলের নেত্রী ও তাদের শতাধিক কর্মীসহ দলের উপজেলা ও ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতার্মীরা অংশগ্রহণ করে।
Leave a Reply