স্টাফ রিপোর্টার জীবন
:- শোক বার্তা-:
রাঙ্গুনিয়ার সূর্য সন্তান, প্রবীণ আ’লেমে দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ রুহুল আমিন আল কাদেরী হুজুর
আজ বুধবার (১৯মার্চ)২৫খ্রিঃ সকাল ৮ঃ০০টা ৫০ মিনিটের সময় ইন্তেকাল ফরমায়েছেন ( إنا لله وإنا إليه راجعون )
একজন হক্কানী(সত্যবাদী) “আ’লেমের মৃত্যু যেন – পুরো পৃথিবীর এবং জগতের মৃত্যু”
সুন্নিয়তের অকৃত্রিম সিপাহসালার আল্লামা হাফেজ সৈয়্যদ রুহুল আমিন (রহঃ) এর
হুজুরের জায়নাযা আজ বিকাল ৫ঃ০০ঘটিকার সময় স্থান:রাংগুনীয়া, শান্তিরহাট,বঙ্গবন্ধু স্কুলের পার্শবর্তী ময়দান
অনুষ্ঠিত হয়েছে। আমি দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক -মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল,হযরতের মৃত্যুতে শোকাভিভূত মরহুম রুহের মাগফেরাত কামনা করছি। ও শোকহত পরিবারের সদস্যদের প্রতি জানাই গাভীর সমবেদনা।
Leave a Reply