স্টাফ রিপোর্টার মিসেস ফাহিমা খাতুন
আজ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এর সহধর্মিনী অলিফা আকতার কান্তা ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র বিভাগীয় ধর্ম বিষয়ক সম্পাদক প্রার্থী মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল আল কাদেরী ।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক প্রার্থী ও দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক বলেন, “অলিফা আকতার কান্তা ইসলাম এর মৃত্যুতে তাঁর শোকবিহব্বল পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। নজরুল ইসলাম খানের সহধর্মিনী মরহুমা অলিফা আকতার কান্তা সবসময় রাজনীতিবিদ স্বামীকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতেন। তিনি কঠোর শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।
দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব এবং শোকে ¤আহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক প্রার্থী ও দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক -মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল আল কাদেরী শোকবার্তায় অলিফা আকতার কান্তা ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply