শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুরসহ সারা দেশে ধর্ষণের প্রতিবাদে নারী ও শিশু ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রতিবাদী ছাত্র-জনতা।
৯ মার্চ রোববার দুপুরের শ্রীপুর থানার সামনে ধর্ষণের প্রতিবাদে নারী ও শিশু ধর্ষণকারীদের ফাঁসির চেয়ে প্রতিবাদী ছাত্র-জনতা মিছিল করে। এসময় ধর্ষণ প্রতিরোধসহ এদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এর আগে ৮ মার্চ শনিবার গাজীপুরের শ্রীপুরে দুই শিশু যৌন নির্যাতনের শিকার হওয়ার পর ধর্ষণকারীদেরকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
শ্রীপুরে মাদরাসার নূরানী বিভাগের আট বছরের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে।
অপরদিকে পঞ্চাশ টাকার প্রলোভন দেখিয়ে আট বছরের শিশু ধর্ষিত হয়েছে। ধর্ষক নিজেই মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করার পর এলাকাবাসী ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়। এ ঘটনায় ফুঁসে উঠেছে সাধারণ মানুষ ও ছাত্র সমাজ।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, উভয় ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply