মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে ৫ আসনে এমপি প্রার্থীর ঘোষণা জামাতের। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার ৬ টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনের এমপি প্রার্থী ঘোষণা করেছেন দলের হাইকমান্ড।
১ নং আসন( কাজিপুর ও সদরের একাংশ)
মাওলানা শাহীনুর আলম (জেলা আমীর) ২ নং আসন (সদর ও কামারখন্দ)
অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম (জেলা সেক্রেটারি) ৪ নং আসন (উল্লাপাড়া ও সলঙ্গা ) মাওলানা রফিকুল ইসলাম খান (কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল) ৫ নং আসন (বেলকুচি এনায়েতপুর চৌহালী)
অধ্যক্ষ মোঃ আলী আলম (জেলা নায়েব আমীর) ৬ নং আসন (শাহজাদপুর)
অধ্যাপক মিজানুর রহমান (আমীর শাহজাদপুর উপজেলা)
৩ নং আসন ( রায়গঞ্জ ও তাড়াশ ) আসনে এখনো
ঘোষনা হয় নাই।
Leave a Reply