1. asrafulalamsorkar@gmail.com : asrafulal amsorkar : asrafulal amsorkar
  2. admin@dainiksomoybela.com : somoy312admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বিএসএফ এর পুশইন। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই উল্লাপাড়া উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত হলেন আব্দুল ওহাব ও আজাদ হোসেনে চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক তুরাগে সরকারি খাল দখল করে ১০ তলা ভবন নির্মাণ লোহাগড়ায় মিলল অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ মাদক মামলায় ০৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ কালিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ‎আব্দুল হালিম কে বাঁচাতে স্ত্রী দিতে চান কিডনি কিন্তু নেই প্রতিস্থাপনের কোনো অর্থ

গোমস্তাপুরে মামলাবাজ জাল দলিল সৃষ্টিকারী ভূমিদস্যু কর্তৃক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ

গোমস্তাপুরে মামলাবাজ জাল দলিল সৃষ্টিকারী ভূমিদস্যু খাদিমুল ইসলাম  কর্তৃক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভুগি পরিবার । মঙ্গলবার বিকাল ৩ টায় গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ্ব মোঃ ইনসান আলী মাস্টার। লিখিত বক্তব্যে তিনি জানান  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর   মরহুম সেরাতুন বিবি ভোগ দখল কৃত জমির মূলদাতা দাগ নং-৩২-৪৮, খতিয়ান নং-১৬৩ মৌজা-আলমপুর, ইউনিয়ন-বোয়ালিয়া, উপজেলা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। ওয়ারিশ মূলে মোঃ ইনসান আলি (মাস্টার) দিং। দীর্ঘদিন থেকে জমি ভোগদখল করে আসছি। কিন্তু মোঃ খাদিমুল ইসলাম পিতা- মৃত নজরুল ইসলাম, রহনপুর নুনগোলা মহল্লার  তার ভাই বউ নুরজেবান নামে জাল দলিল সৃষ্টি করিয়া তার নামে খারিজ করে নেই। পরে খারিজ বাতিল এর জন্য সহকারি কমিশনার ভূমি গোমস্তাপুর আবেদন করেন গত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি  খারিজ বাতিল এর রায় প্রদান করেন। সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার নজির। এরপর ইনসান মাস্টার রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে আপিল করলে নারজেবান জমির কোনো বৈধ কাগজপত্র সেখানে উপস্থিত করতে পারেননি। উল্লেখ যে এই খাদিমুল ইসলাম একজন মামলাবাজ ও জাল দলিল সৃষ্টির মূল হোতা তিনি ইনশান (মাস্টার) দিং গণকে গত ৪ আগষ্ট ২০২২ চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতে একটি মিথ্যা ফোজদারি মামলা করেন। মামলা নং-জি আর ২৫২/২২২ মামলাটি মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাহাবুব রহমান মামলাটি মিথ্যা বলে আদালতে চার্জসিট প্রদান করেন। কিন্তু খাদিমুল ইসলাম আদালতে নারাজি পিটিশন করলে আদালত মামলাটি ডিবির এস আই আসগর আলি কে তদন্ত দেন।  তিনিও মামলাটি মিথ্যা হওয়ায় আদালতে চার্জসিট প্রদান করে মামলাটি বাতিল এর আবেদন করেন। তারপর নজরুল খান্ত না হয়ে একের পর এক থানায় বিভিন্ন অভিযোগ করে  ইনশান আলি (মাস্টার) দিং কে হয়রানি করতেই থাকে। সর্বশেষ রহনপুর তদন্ত কেন্দ্রের এস আই সুজাউদ দৌলা নিকট একটি মিথ্যা অভিযোগ করেন অভিযোগ এর পরিপ্রেক্ষিত গত  ১০ অক্টোবর বৃহঃপ্রতিবার দুপুরে বাদী কর্তৃক মাইক্রোবাস নিয়ে  ঘটনাস্থলে গিয়ে তিনি হুমকি প্রদান করেন এবং জমির বেড়া তোলার জন্য নির্দেশ দেন নয়লে আটক করে থানায় নিয়ে যাব বলে হুমকি দেন। তারপর সর্বশেষ গত ১৭ অক্টোবর গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেন খাদিমুল ইসলাম মঙ্গলবার সকাল ১১ টাই ইনশান আলি (মাস্টার) দিং কে কাগজ পত্র নিয়ে শুনানির জন্য তার দপ্তরে উপস্থিত হতে বলেন উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে যেহেতু আদালতে মামলা চলমান থাকায় বিষয়টি আদালতে সমাধান না হওয়া পর্যন্ত বিরোধ পূর্ণ জমিতে যেতে নিষেধ করেন দুপক্ষকে।পরে বিবাদী মহামান্য হাইকোর্ট ইনফরমেশন সিলিপ গত ০৯/০২/২০২৪ ইং তারিখ বিবাদী বিষয়ি ইউএনও কে অবহিত করলে  তিনি ইনফরমেশন সিলিপ কপি টি জমা দিতে বলেন   ইনশান আলি (মাস্টার) দিং কে ।

এ বিষয়ে রহনপুর তদন্ত কেন্দ্রের এস আই সুজাউদ দৌলা তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। 

অপরদিকে খাদিমুল ইসলামের মোবাইল নম্বর ০১৩০২৪৮৭৪০৬ যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল ওয়াদুদ,  আঃ সালাম, মোঃ সামিউল ইসলাম, ও দুরুল হোদা। তারা সকলে এই ভূমি দুস্য, জাল দলিল সৃষ্টি কারি, মামলাবাজ খাদিমুল ইসলাম কে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি তারা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
Powered by: Nfly IT