শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাপ্তা গ্রামের ইউপি সদস্য সাইদুল হক খোকনের বিরুদ্ধে দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ জনগণ।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় শ্রীপুর উপজেলা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা জানান, ইউনিয়ন পরিষদের ১% রাস্তার কাজে চলছে ব্যাপক অনিয়ম। নিম্নমানের ইট ও বালু ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে সড়ক, যা অচিরেই নষ্ট হয়ে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, সাইদুল হক খোকন সাধারণ মানুষের জমির সীমানায় থাকা গাছ কেটে এবং কৃষি জমির পানি সেচের ড্রেন বন্ধ করে রাস্তা নির্মাণ করেছেন। ফলে জমিতে পানি পৌঁছানো বন্ধ হয়ে গেছে, কৃষিকাজে ব্যাঘাত ঘটছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।
অভিযোগ উঠেছে, ইউপি সদস্য সাইদুল হক খোকন নিজেই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক হয়ে রাস্তার কাজ করাচ্ছেন। এতে স্বাভাবিকভাবেই অনিয়ম বাড়ছে। একই প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিক প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার নিশিও সংশ্লিষ্ট।
তথ্য মতে, উপজেলার বাপ্তা গ্রামের মতিন মেম্বারের বাড়ি থেকে হিংরাটেক অভিমুখী ইটের সলিং রাস্তার সেশন-১ (২০২৪-২৫ অর্থবছর) এ ৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ৫৬৪.১৬ ফুট রাস্তার কাজ পায় মেসার্স প্রমেল এন্টারপ্রাইজ। এ প্রকল্পের সভাপতি ছিলেন ইউপি সদস্য সাইদুল হক খোকন। একই রাস্তায় সেশন-২ এর আওতায় ৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ৪২৯.৬৮ ফুট রাস্তার কাজ বাস্তবায়ন করা হয়, যার সভাপতি ছিলেন সংরক্ষিত ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার নিশি। দুই ক্ষেত্রেই একই ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা অভিযোগ করেন, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোন প্রতিকার মেলেনি। বরং ইউপি সদস্যের পক্ষ থেকে তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। পরিস্থিতি অনির্বাণ হয়ে উঠায় তারা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, দুর্নীতিপরায়ণ ইউপি সদস্য সাইদুল হক খোকনকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি রাস্তা নির্মাণে অনিয়মের সঠিক তদন্ত ও পুনরায় মানসম্মত রাস্তা নির্মাণের দাবি জানান তারা।
Leave a Reply