মোঃ মোফাজ্জল হোসেনঃ
শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের পূর্ব পাশে সশান ঘাটের মাঠি কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা মধ্যরাতে মাটি খনন করার সময় মাটি কাটার একটি বেকু এবং টাটা ২টি ট্রাক আটক করেন এলাকা বাসী।
মাটি সরানোর সরজাম এলাকা বাসী এবং ছাত্রদল ও যুবদলের কাছে আটক হলে বেরিয়ে আসে লুকিয়ে থাকা বিএনপির নেতার নাম পরে খুঁজ নিয়ে জানা যায় ক্ষমতার অপব্যবহার করেন মোঃ আফতাব উদ্দিন আতা (সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড) বিএনপি কাওরাইদ ইউনিয়ন।
সরজমিনের গিয়ে জানা যায় শুধু আফতাব উদ্দিন আতা সাথে ওয়াড বিএনপি সভাপতি চাঁন মিয়া , হিরন শ্রমিক দল-বরমী স্ট্যান্ডারের সভাপতি, আব্দুল ফকির ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক মাটি ১৩৫০ টাকা প্রতি গাড়ি বিক্রি করেন বলে জানায় ফিরোজ মিয়া।
বেকুর ড্রাইভার এলাকা বাসী ও ছাত্রদল কে জানায় আতা ড্রাইভারকে বলেন দুই রাত বেকু দিয়ে মাটি কাটার জন্য।
আফতাব উদ্দিন আতা বিক্রয় মাটি পাওয়া যায় কাওরাইদ গয়েশপুর সংযুক্ত করার অন্যতম মাধ্যম নতুন কাজ চলমান ব্রিজে পরবর্তীতে ব্রিজ ইঞ্জিনিয়ার কে মুট-ফোনে কল দিলে ইঞ্জিনিয়ার ফিরোজ জানায় ব্রিজের সামনের এক অংশ বরাট করার ৪০-৪৫ গাড়ি মাটি প্রয়োজন ছিলো। পরবর্তীতে আরো মাটি লাগতে পারে বলে জানায় ফিরোজ সাহেব।
৫ই আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে আফতাব উদ্দিন আতা ৬ই আগষ্ট ফজলুল হক প্রধানের দোকান দখল করে বিএনপির অস্থায়ী অফিস করেন ফজলুলের বড় ছেলে প্রিয় আহাম্মেদ বাঁধা প্রধান করলে প্রিয় কে ১৫-২০ দিন বিএনপি অস্থায়ী অফিসের কার্যকম চলমান রাখব কিন্তু পরবর্তীতে দেখা যায় ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে রাখেন আফতাব উদ্দিন আতা ও সেনা কর্মী নামজুল ইসলাম কাজল, আব্দুল সহ ওয়ার্ড বিএনপি কিছু নেতাকর্মীরা।
এ অফিসের নাম ব্যবহার করে আতা বিভিন্ন অপকর্ম করেন বেআইনি ভাবে মাটি সরানোর সহ রেললাইনে কাঁচা বাজার নিয়ে বসা দোকানীদের কাছ থেকে চাঁদা দাবী করেন।
আফতাব উদ্দিন আতা কে মুঠো ফোনে কল দিলে প্রথমে কল রিসিভ করে বলেন আমি ঝামেলার মাঝে আছি পরে কথা বলবো পরবর্তীতে কল দিলে তাকে ব্যস্ত পাওয়া যায়।
কাওরাইদ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ জানায় আফতাব উদ্দিন আতা যে সব অপরাধ করেছেন আতা কে বিএনপির নাম ভাঙ্গিয়ে খারাপ অপকর্মের সাথে জড়িত হওয়ার কারণে আতাকে পদ থেকে বহিষ্কার করা হতে পারে।
Leave a Reply