আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে দেশীয় অস্ত্র হাতে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবির ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন মামলার এজাহারভুক্ত আসামি। তারা হলেন হাশেম ও হৃদয়, যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। মূল অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার এমসি বাজার এলাকায় প্রকাশ্যে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির নির্দেশ দেন জাহাঙ্গীর আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
“আজকের পর থেকে যতদিন বেঁচে থাকি, ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার। এখন-এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠানো শুরু করবে। কেউ বাধা দেবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে।”
এ সময় তার আশপাশে শতাধিক যুবক লাল কাপড় পরে ছিল, তাদের হাতে লম্বা রাম দা ও দেশীয় অস্ত্র ছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বিএনপির কেন্দ্রীয় কমিটি জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে। পরে এক ব্যবসায়ী পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০.২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেফতাররা হলেন: উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪) ও মৃত ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মো. মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)।
Leave a Reply