মেহেদী হাসান মুরাদ – বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীকলস গ্রামকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে শ্রীকলস মানবকল্যাণী Impact Plus Club-এর সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গ্রামের প্রধান রাস্তা মেরামত করেছেন। এলাকাবাসীর চলাচল সহজ ও নিরাপদ করতে এই উদ্যোগ নেওয়া হয়।
এই কর্মসূচিতে রামপাল ইয়ুথ ফোরামের সহযোগিতা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পৃষ্ঠপোষকতা ছিল।
কাজটির সার্বিক তত্ত্বাবধান করেন আবিদ হাসান, সভাপতি, শ্রীকলস মানবকল্যাণী Impact Plus Club ও সাধারণ সম্পাদক, রামপাল এপি শিশু ফোরাম।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে গ্রামের প্রধান রাস্তাটি কর্দমাক্ত হয়ে যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি করত। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ক্লাবের সদস্যরা রাস্তা সংস্কার করায় এখন মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে।
আবিদ হাসান বলেন,
“আমাদের লক্ষ্য শুধু রাস্তা মেরামত করা নয়, বরং পুরো গ্রামকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করে গড়ে তোলা। ভবিষ্যতে আমরা আরও টেকসই উন্নয়নমূলক কাজে অংশ নিতে চাই।”
এলাকাবাসীরা যুব সমাজের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন সামাজিক কাজের জন্য তাদের প্রতি সমর্থন জানিয়েছেন।
পরিবেশবান্ধব শ্রীকলস গড়ার পথে যুব সমাজের দৃঢ় পদক্ষেপ!
Leave a Reply