শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা ঐতিহ্যবাহী বরমী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মরহুম হাবিবুর রহমান রোকেয়া বেগমের ছেলে এর গর্ভে ১৯৮২ সালে ৩১ শে ডিসেম্বর ঐতিহ্যবাহী মোড়ল পরিবারে জন্মগ্রহণ করেন রোকনুজ্জামান রাসেল মোড়ল। তিনি বরমী বাজার উচ্চ বিদ্যালয় থেকে এস.এস,সি পাশ করেন। তারই ধারাবাহিকতায় আগামী ৮ই ফেব্রুয়ারি ২০২৫ বরমী ডিগ্রী কলেজে গভর্নিং বডির দাতা গ্রুপে নির্বাচনে অংশগ্রহণ করবেন রোকনুজ্জামান রাসেল মোড়ল।
এ বিষয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়। তিনি অত্যন্ত ভালো মনের অধিকারী,আমরা ওনাকে আগামী ৮ই ফেব্রুয়ারি বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এ সময় স্থায়ী ব্যক্তি বর্গরা রাসেল মোড়ল এর বেশ কিছু মানবিক কাজের কথা জানান গণমাধ্যম কর্মীদের।
পাঠানটেক, বরমী বাজার, সোহাদিয়া গিলাশ্বর,পাইটালবড়ি স্থায়ী সাধারণ জনতারা বলেন, আমরা এমনি একজন লোক পেয়েছি, যিনি সমাজ সেবায় বিশেষ অবদান রেখেছেন তিনি। সকল শ্রেনীর পেশার মানুষ তাকে ভালোবাসে। তিনিও তাদেরকে মনে প্রানে ভালোবাসে। এলাকার সচেতন মহলের নাগরিক দের কাছ থেকে তার বেশ সুনামের কথা।
জানা গেছে, এক হতদরিদ্র থাকার ঘর ছিল না, খবরটি শুনতে পেরে রাসেল মোড়ল তাৎক্ষণিক একটি টিনের ঘরের ব্যবস্থা করে দেন। শুধু তাই নয় করুণার পরিস্থিতিতে তার সহ কর্মীদের দিয়ে, সাহায্য সহযোগিতায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
এ বিষয়ে আরো জানা যায় বরমী ডিগ্রী কলেজের অসহায় হত দরিদ্র ছাত্রছাত্রীদের ফর্ম ফিলাপের জন্য সাহায্য সহযোগিতা ও করেছেন ব্যাপক, মসজিদ, মাদ্রাসা সহ পূজা মন্ডপে ও আর্থিক সহযোগিতা করেছেন। এমনকি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে একটি পোষ্ট তার চোখে পড়ে এক বছরের, এক বাচ্চার বাবা খুবই অসহায় সে রাজমিস্ত্রির কাজ করতেন করুনার কালিন ভয়াবহ পরিস্থিতিতে কাজ বন্দ, তাদের ঘরে খাবার নেই, তাদের বাচ্চাকে দুধ কিভাবে খাওয়াবে এ নিয়ে বেশ চিন্তিত ছিল,ফেসবুক পোষ্টে লেখা ছিলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় কষ্ট পিতা হয়ে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতে না পাড়া।
এমনতো অবস্থায় তরুণ সমাজসেবক রোকনুজ্জামান রাসেল মোড়ল প্রবাসে থেকে দুধের ব্যবস্থা করে দেন তিনি, এমন অজস্র সামাজিক কর্মকাণ্ড রয়েছে উনার।
এ সময় রোকনুজ্জামান রাসেল মোড়ল,তার বক্তব্যে বলেন, আমি যতদিন বেঁচে থাকব ততদিন একজন ক্ষুদ্র মানব হিসেবে মানবিক কাজগুলো অব্যাহত রাখবো ইনশাআল্লাহ্।
Leave a Reply