ভ্রাম্যমাণ প্রতিনিধি
গাজীপুরের গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়ায় অপটিকাল ফাইভার চুরি ও প্রণনাশের হুমকির অভিযোগ উঠেছে মোঃ বাদশার ছেলে শরীফুল ইসলাম শরীফ এর বিরুদ্ধে।
জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তৎকালীন গাজীপুর সদর উপজেলার
চেয়ারম্যান এডভোকেট রিনা পারভীন (সভাপতি গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগ) এর
সহযোগিতায় বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িত ছিলো এবং এখনো আছে। গত ২০১৭ সালে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট রিনা পারভীনের সহযোগীতায় অতীতের বিভিন্ন ব্রডব্যান্ড এবং ডিশ ব্যবসায়ীদের কাছ থেকে জোড় করে, পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে ব্যবসা ছিনিয়ে নেয় শরিফুল ইসলাম শরিফ। এছাড়াও শরীফুল ইসলাম শরীফ আওয়ামী লীগের আমলে বিএনপি ও জামায়াত পন্থী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা সহ বিভিন্ন প্রকার চাঁদাবাজির সাথে জড়িত ছিল।
এই ব্যাপারে নয়াপাড়ার একজন ব্রডব্যান্ড ব্যবসায়ী জানান, শরীফুল ব্রডব্যান্ড ব্যবসার সাথে জরিত
৬/৭ বছর যাবৎ এবং আওয়ামী সৈরাচার সরকার থাকা অবস্থায় নয়াপাড়া এলাকাতে
অতিতে বিভিন্ন ব্রডব্যান্ড এবং ডিশ ব্যবসায়ীদের কাছ থেকে জোড় করে, পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে এবং গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট রিনা পারভীন এর সহযোগিতায় ব্যবসা ছিনিয়ে নিয়েছে এবং ব্যবসা ত্যাগ করতে বাধ্য করেছে। সেই সাথে বিভিন্ন জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তি এবং বিএনপি, জামাতশিবির এর অনেক নেতা কর্মীর কাছ থেকে প্রায় সময় মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন এবং চাঁদা দাবী করতেন। তৎকালীন সময়েও গার্মেন্টস থেকে চাদাবাজি ছিনতাই, চুরির অভিযোগ রয়েছে। এখনো বিভিন্ন গার্মেন্টস কারখানা থেকে ভয় দেখিয়ে এবং ছাত্র জনতার নাম ভাংগিয়ে চাঁদাবাজী করে যাচ্ছে এবং এখনো যারা ব্রডব্যান্ড ব্যবসার সাথে জরিত আছে তাদের বিভিন্ন ভাবে প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে, সেই সাথে অন্যান্য ব্যবসায়ীদের অপটিকাল ফাইভার চুরি করে নিয়ে যাচ্ছে। তার এইসব অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে আরো অনেকে।
Leave a Reply