মোঃ উজ্জ্বল মিয়া স্টাফ রিপোর্টার
লেখকঃ মরিয়ম:-
শুধু আজকের জন্য বাঁচব।
দেশের জন্য লড়ব,
দেশকে শত্রু মুক্ত করবো।
শুধু আজকের জন্য বাঁচব।
অন্যায়কে প্রতিহত করব,
সত্যের পথে চলব।
শুধু আজকের জন্য বাঁচব।
মাথা উঁচুকরে বাঁচব,
অহংকার পরিত্যাগ করবো।
শুধু আজকের জন্য বাঁচব।
আলোর পথে ঘুরে দাঁড়াব,
অন্ধকে পথ দেখাবো।
শুধু আজকের জন্য বাঁচব।
মিথ্যা অপবাদ পতিহত করব,
সত্য সামনে তুলে দরবো।
শুধু আজকের জন্য বাঁচব।
অন্যের যোগ্যতা বজাই রাখব
নিজ ভূল বুঝতে শিখবো।
শুধু আজকের জন্য বাঁচব।
হিংসা ফিসাত পরিত্যেগ করবো,
মহানুভব রিদয় গড়বো।
শুধু আজকের জন্য বাঁচবো
প্রফুল্ল মনে ঘুড়ে বেড়াব
আনন্দে দিন কাটাবো।
শুধু আজকের জন্য বাঁচব
Leave a Reply