নাজমুল আলম মুন্না (সাতক্ষীরা প্রতিনিধি)
সাতক্ষীরায় শিশু ইয়াসমিন ধর্ষন। থানায় মামলা
সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের ৬ বছর বয়সী এক শিশুকে হাত পা বেধে ও মুখ চেপে ধরে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে এক হাফেজের বিরুদ্ধে। ২৬ জানুয়ারী রবিবার দুপুরে চরম আহত অবস্থায় শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে তার পিতা-মাতা। ধর্ষনকারী ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের আনার উদ্দীন সরদারের ছেলে হাফেজ আব্দুল্লাহ সরদার (২৬)। সে ধুলিহর গ্রামের বালিগাছা মসজিদের ইমাম। ধর্ষনের শিকার ইয়াসমিনের নানি ও এলাকাবাসী জানান রবিবার বেলা ১২ টার দিকে স্কুল থেকে বাড়ী আসার পর ভাত খেয়ে পার্শবর্তী বাড়ীর উঠানে যায় ইয়াসমিন তখন ঐ বাড়ীতে কেউ ছিলনা আমার বৌমাও পানি আনতে যায় পাশে। এই সুযোগে আব্দুল্লাহ প্রথম শ্রেনীতে পড়ুয়া ইয়াসমিনকে ঘরের মধ্যে নিয়ে হাত পা বেধে মুখ চেপে ধর্ষন করে। এরমধ্যে ইয়াসমিনের মা ওকে না পেয়ে খোজ নিতে আব্দুল্লাহর ঘরে যেয়ে দেখে মেয়ে মরার মত অবস্থা তখন দৌড়ে আব্দুল্লাহ পালিয়ে যায়। এরপর আমরা তাকে সদর হাসপাতালে নিয়ে যাই এবং রাতে সাতক্ষীরা থানায় মামলা করি। এবিষয়ে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ সামিনুল হক বলেন আসামীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে এজন্য আমাদের ৩/৪ টি টিম কাজ করছে। আশাকরি দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে। আসামীর নামে মামলা হয়েছে। মামলা নং ৪৪। তারিখ ২৭/০১/২৫।
Leave a Reply