লালন সরকার, দেবীগঞ্জ
পঞ্চগড়ে অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টানা তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় পুলিশ লাইনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ, অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় ডিসেম্বর-২৪ মাসের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মো: সোয়েল রানাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষনা করা হয়।
ওসি সোয়েল রানার নেতৃত্বে দেবীগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা এবং দেবীগঞ্জ থানার এস.আই মোঃ রবিউল ইসলামকে শ্রেষ্ঠ এস.আই এবং এ.এস.আই মোঃ এরশাদুল হককে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারীর স্বীকৃতি প্রদান করা হয়।
সভায় পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
এময়য় আরও উপস্থিত ছিলেন এস.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোছা: রুনা লায়লা, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), পঞ্চগড় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এবিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, কমিউনিটি বিট পুলিশিং কার্যক্রমের মাদক বিরোধী সচেতনতা ও মতবিনিময় সভার মাধ্যমে সাধারণ মানুষের সহযোগিতা পাওয়া সম্ভব হয়েছে। এই অর্জনে আমার টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে এই ধারা যেন অব্যহত থাকে তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply