আশরাফুল আলম সরকার
বিশেষ প্রতিনিধি
শ্রীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে । দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের শক্তিকে জানান দিতেই এ ধরণের ভিন্ন ধরণের আয়োজন করে শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ।
এই সাইকেল র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান । তিনি বলেন আমরা দুর্নীতিকে পরাজিত করতে চাই তারুণ্যের শক্তি দিয়ে । সে ক্ষেত্রে শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় ।
9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এই সাইকেল র্যালির আয়োজনে সহযোগি সংগঠন ছিলো এস আর টি, শ্রীপুর । গত বছরের মত এবারও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে এমন আয়োজনে সঙ্গী হতে পেরে তাদের ভালো লাগছে বলে জানান এ সংগঠনের সমন্বয়ক তুহিন আহমেদ ।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক লেখক সাঈদ চৌধুরী । তিনি বলেন আমরা কাজ করে যাচ্ছি । তবে দুর্নীতি বন্ধ করতে হলে সবার জায়গা থেকেই দুর্নীতিকে না বলতে শিখতে হবে ।
শ্রীপুর এস আর টি এর পক্ষ থেকে জোবায়ের আহমেদ বলেন আমরা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের শক্তিকে কাজে লাগাবো । শিক্ষার্থীরা সে প্রমাণ রাখছে বার বার ।
এ বিষয়ে নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সাধারণ সম্পাদক বলেন আমরা সবাই মিলে প্রকৃতি বাঁচাতে ও দুর্নীতি বন্ধে কাজ করছি । এ ধরণের অনুষ্ঠান মানুষকে ভালো কাজে উৎসাহিত করবে ।
এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি মোঃ নাসির উদ্দীন । এছাড়াও শিশু, সাধারণ মানুষ ও লেখক নিতু চৌধুরী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । শ্রীপুর উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি শুরু হয়ে শ্রীপুর কলেজ হয়ে কাপাসিয়া রোডের দিকে গিয়ে আবার পরিষদের সামনে এসে শেষ হয় ।
Leave a Reply