লালন সরকার, দেবীগঞ্জ
পঞ্চগড়ের দেবীগঞ্জে চুরি যাওয়া মালামাল সহ চার চোরকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। এসময় আটকৃতদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের তিস্তার হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেবীগঞ্জ থানার উপপরিদর্শক রাশেদুল আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টীম এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সুত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর দিবাগত রাতে তিস্তারহাট বাজারের হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দীকের হোটেল থেকে ১টি গ্যাস সিলিন্ডার, ১টি গ্যাসের চুলা, ১টি সিলিং ফ্যান, ১টি লোহার তাওয়া ও ২ টি ষ্টিলের গামলা চুরি হয়ে যায়। শুক্রবার ( ১লা নভেম্বর) দিবাগত রাতে চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এসময় অভিযুক্ত চোর তারিফ মিঞাকে (২৩) আটক করে পুলিশ। পুলিশের কাছে তারিফ চুরির বিষয়টি স্বীকার করে। তারিফ তিস্তারহাট এলাকার মৃত হাবুল খাঁ এর ছেলে। পরে তারিকের কথামতো চুরির মালামাল কেনার অপরাধে একই এলাকার জালাল উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম(৩৫) ও শফিয়ার রহমান (৩২), তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ জমসেদ আলী (৩১)কে আটক করে পুলিশ।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা চোর আটক ও মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির অভিযোগে চার ব্যক্তিকে আটক সহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে, আটককৃত ব্যাক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply