আশরাফুল আলম বিশেষ প্রতিনিধি
গাজীপুর শ্রীপুরে বসতবাড়িতে ঢুকে গৃহবধূ স্মৃতি রানী পাল( ২৪)কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কাব্য সরকারকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারের কামারপট্টি এলাকার নিমাই চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
জানা যায়, নিহতের স্বামী শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের কেশব চন্দ্র সরকারের ছেলে। বাবার সঙ্গে বনিবনা না হওয়ায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বরমী বাজার কামারপট্টি এলাকায় নিহতের মামা নিমাই চন্দ্রের বাড়িতে বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও বরমী বাজার এলাকার লোকজন জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে বরমী বাজার কামারপট্টি এলাকার নিমাই চন্দ্রের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। পরে স্মৃতি রানী পালের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আহতাবস্থায় উদ্ধার করে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সুনীল পাল বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্মৃতি সঙ্গে কথা হয়। তার স্বামী সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানায়। এর কিছুক্ষণ পর তার স্বামী আমাকে ফোনে বলে স্মৃতি অসুস্থ হয়ে গেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাচ্ছে। পরে হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পাই।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার ডান হাতের কব্জির পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply