মোঃ শহিদুল ইসলাম ( স্টাফ রিপোর্টার)।
গাজীপুর জেলার শ্রীপুর উপজে লায়, গাজীপুর ইউনিয়ন এর গাজীপুর গ্রামে, মসজিদের
আই পি এস ও ব্যাটারি চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে চোর, মটর সাইকেল রেখে পালায়।
গত ২০ এ অক্টোবর রাত আনু মানিক দুইটার দিকে,গাজীপুর
দক্ষিণপাড়া সাত্তার মেম্বার বাড়ি জামে মসজিদ এ হটাৎ শব্দের আওয়াজে, মসজিদের ইমাম
সাহেব এর ঘুম ভাঙলে বাহিরে
আসলে,দুইজন লোক একটি ব্যাটারি ও একটি আই পি এস
রেখে দৌড়ে পালায়। ইমাম সাহেব এর ডাক চিৎকারে শুনে
এলাকা বাসি এসে এদিক ওদিক খুঁজাখুঁজি করে মসজিদ এর পাশে একটি মটর সাইকেল দেখতে পেয়ে তা উদ্ধার করেন।পরদিন সকালে খুজ নিয়ে জানা যায়,মটর সাইকেলটির মালিক গাজীপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃকামরুল হাসান( সুজন) এর।এলাকা বাসির সিদ্ধান্ত অনুযায়ী মটর সাইকেল,মসজিদ কমিটি
বরাবর জমা রাখা হয়।আজ
সকালে উক্ত মসজিদের ইমাম সাহেব এর সাথে কথা বলে জানা যায়,গাজীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএন পির সভাপতি রাকিবুল আলম বিল্লাল শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাঃএডভোকেট দবির আহমেদ ও শ্রমিক নেতা আঃ
সামাত রাতে,টাকার বিনিময়ে চুরের বিচার না করে,চুরের মটর সাইকেলটি ফেরত দেন।এতে গাজীপুর ইউনিয়ন বি এন পির সম্মান হানি হয়। ও জনমনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।
Leave a Reply