“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়”
পঞ্চগড় জেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবষ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আজ ২৫শে জুন জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরে আয়োজন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রা টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলনসম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সঞ্চালনায় ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ইউসুফ আলী ।
উক্ত সভায় ক্যামেরা সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঞ্চগড় , সুমন চন্দ্র দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঞ্চগড় সাবেত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পঞ্চগড় মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সিভিল সার্জন পঞ্চগড় ডাক্তার মিজানুর রহমান , সহ বিভিন্ন পরিবেশ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় প্রধান অতিথি আইনি প্রয়োগের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।
Leave a Reply