শ্রীপুর প্রতিনিধিঃ
বর্তমান মাদকের ভয়াল থাবা যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে, ঠিক তখনই এর বিরুদ্ধে কলম ধরেছেন এক নির্ভীক সাংবাদিক। জাতীয় দৈনিক শিরোমণি ও ইনফো টিভির – বিশেষ সাংবাদিক, মিনহাজ উদ্দিন (শাহরিয়ার) এই সাহসী সাংবাদিক, জীবননাশের হুমকি উপেক্ষা করেও মাদকের বিরুদ্ধে তাঁর ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। তাঁর এই অদম্য লড়াই অনুপ্রেরণা জোগাচ্ছে আপামর জনসাধারণকে। সাম্প্রতিক সময়ে, সাংবাদিক – মিনহাজ উদ্দিন (শাহরিয়ার) মাদক সিন্ডিকেট এবং এর পেছনের হোতাদের নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছেন। তাঁর প্রতিবেদনে উঠে আসছে মাদকের রমরমা ব্যবসা, এর নেটওয়ার্ক এবং এর সাথে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের নাম। এই প্রতিবেদনগুলো জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এলাকার নামধারী কিছু নেতা, সাংবাদিক – মিনহাজ উদ্দিন এর উপর চাপ ও হয়রানি সৃষ্টি করেছে, এবং বিভিন্ন মিথ্যা গুজব ছড়াচ্ছে । এই সাহসী সাংবাদিককে তার এই কাজের জন্য চড়া মূল্য দিতে হচ্ছে। গত [ ০১ ডিসেম্বর হতে ০৫ ডিসেম্বর ২০২৪ ইং] তারিখে সাংবাদিক – মিনহাজ উদ্দিন (শাহরিয়ার) মাদকের বিরুদ্ধে অনুসন্ধান রিপোর্ট করেন, লাইভ রিপোর্ট করার সময়, মাদক ব্যবসায়ীদের দ্বারা হামলার শিকার হন। এছাড়া, তাঁকে নিয়মিতভাবে ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে, এবং সাংবাদিক – মিনহাজ উদ্দিন (শাহরিয়ার) বিরুদ্ধে বিভিন্ন রকম ফেসবুকে গুজব ছড়াচ্ছে । এ বিষয়ে সাংবাদিক – মিনহাজ উদ্দিন (শাহরিয়ার) বলেন, “আমি জানি আমার জীবন ঝুঁকির মুখে, কিন্তু মাদকের ছোবলে যখন অসংখ্য পরিবার ধ্বংস হচ্ছে, তখন নীরব থাকা আমার পেশার নীতি বিরুদ্ধ। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সত্য তুলে ধরব এবং মাদকের বিরুদ্ধে আমার কলম যুদ্ধ চালিয়ে যাব।” এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছে এবং সাংবাদিক – মিনহাজ উদ্দিন (শাহরিয়ার) এর নিরাপত্তার দাবি জানিয়েছে। জাতীয় দৈনিক শিরোমণি পত্রিকা, এক বিবৃতিতে বলেছে, “সাংবাদিকদের উপর হামলা মানে সমাজের চোখের উপর আঘাত। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।” স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিক – মিনহাজ উদ্দিন (শাহরিয়ার) এর নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং হুমকির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা আশ্বাস দিয়েছেন। সাংবাদিক – মিনহাজ উদ্দিন (শাহরিয়ার) এর এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে যে, সত্য প্রকাশের জন্য সাংবাদিকরা কতটা আত্মত্যাগী হতে পারে। তাঁর এই লড়াই মাদকমুক্ত সমাজ গড়ার আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছে।
Leave a Reply