কবির আকন্দ (শ্রীপুর প্রতিনিধি) :
২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাবেক অধ্যক্ষ মো: তোফাজ্জল হোসেন আকন্দ হাজার হাজার মানুষের ভালোবাসার সিক্ত হয়ে সমাহিত হন।
তার জন্ম শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে। তিনি এই গ্রামের মুসলিম সম্ভান্ত পরিবারের জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম ছিল আছর আলী আকন্দ।তিনি ছিলেন একজন কৃষক। কৃষক পিতার পরিবারে জন্মগ্রহণ করেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। আচার-আচরণ,কথা-বার্তায়,চাল-চলনে ও ব্যবহারে তিনি ছিলেন একজন ভালো মানুষ। তিনি শিক্ষা জীবন শুরু করেছিলেন গোসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৭৯ সালে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮১ সালে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সাফল্যের সহিত আই.এ.পাস করেন। পরবর্তীতে তিনি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ১৯৮৪ সালে অনার্স ও ১৯৮৫ সালে মাস্টার্স সম্পন্ন করেন। পড়াশোনা শেষে তিনি শ্রীপুর ডিগ্রি কলেজে অধ্যাপনা শুরু করেন।পরবর্তীতে তিনি এই কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠন করায় তিনি স্থানীয় আওয়ামীলীগের সন্ত্রাসী নেতাদের দ্বারা জোরপূর্বক কলেজ থেকে বহিষ্কৃত হন। পরে তিনি আদালতের রায়ে গত ২৮/১০/২৪ তারিখে এই কলেজে পুনরায় যোগদান করে অবসর নেন। বর্তমানে তাহার পেনশন সুবিধা প্রক্রিয়াধীন আছে বলে জানান শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব প্রফেসর পিয়ারা নার্গিস। এমতবস্থায় তিনি গত ২১-৪-২০২৫ তারিখ সোমবার ঢাকার মগবাজারের রাস্তায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২৩-০৪-২০২৫ তারিখ বিকাল ৩ঃ০০ টার দিকে ঢাকা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঐদিন বাদ এশা মরহুমের মগবাজারের বাসায় প্রথম জানাজা এবং পরদিন ২৪-০৪-২০২৫ তারিখ সকাল ৯:৩০টায় শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দ্বিতীয় জানাজা ১১ টায় নিজগ্রামের বাড়িতে তৃতীয় জানাযা শেষে বড় ভাইয়ের কবরের পাশে তাকে কবরস্থ করা হয়।
মৃত্যু কালে তিনি এক ছেলে সন্তান মো: জামিউল হোসেন আকন্দ এবং স্ত্রী প্রফেসর হোসনেয়ারা বেগম রেখে যান। উল্লেখ্য প্রফেসর হোসনেয়ারা বেগম ঢাকা মডেল ডিগ্রী কলেজ, মিরপুর-১৪ এর ইংরেজি বিভাগের অধ্যাপক।
Leave a Reply