শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে অনেক শিল্প কল-কারখানা গড়ে উঠেছে যার দরুন লোকজনের জীবন মানে উন্নয়নের ছোয়া লেগেছে কিছু কিছু শিল্প কারখানা আবার শ্রীপুর উপজেলা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এমনই একটি শিল্প প্রতিষ্ঠান হল মেঘনা, পরিটায়ার পুড়িয়ে জ্বালানি তেল ফ্যাক্টরি যা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে অবস্থিত ।
মেঘনা ফ্যাক্টরী মোট ০৩টি আলাদা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে।প্রতিষ্ঠানগুলো হল (১) আলফা সাইকেল ম্যানুফ্যাকচারিং (২) কার্টুন কারখানা (৩) অবৈধ ভয়াবহ টায়ার ফ্যাক্টরি।আর মেঘনা মেলামাইন তারা নিজেরা চালায়। ভয়াবহ পরিবেশে বিপর্যয় সৃষ্টি করছে তাদের ভাড়া দেওয়া টায়ার ফ্যাক্টরি যেখানে টায়ার পুরিয়ে তৈল তৈরি করা হয় গভীর রাতেলোক চক্ষুর আড়ালে। এতে আশেপাশে মানুষ গভীর রাতে তীব্র গন্ধে নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।এই টায়ার পুড়ানো ঘনবসতিপূর্ণ এলাকায় সম্পুর্ন নিষিদ্ধ কারন বাতাসে ১৬ টি বিষাক্ত রাসায়নিক পদার্থ ছরিয়ে পরে। এতে করে মানব দেহের ভিবিন্ন রোগ ছড়িয়ে পরার পাশাপাশি ফুসফুসে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর গর্ভবতী মা ও শিশুদের জন্য মারাক্তক সাস্থ্য ঝুঁকি এছাড়াও ফসলি জমি ও গাছপালার উপর বিরুপ প্রভাব পড়ে থাকে।
এই অবৈধ কাজে যখন যে সরকার আসে তখন তারা এলাকার স্থানীয় নেতাদের ঘুষ দেয় যাতে সাধারন মানুষ কে বিভিন্ন হুমকির মাধ্যমে এই কারখানা পরিচালনা করতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী বরাবর একটা স্মারক লিপি প্রদান করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন গাজীপুর পরিবেশ অধিদপ্তর সাথে সমন্বয় করে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুর সচেতন নাগরিক সমাজের মুখপাত্র রওশন রুবেল জানিয়েছেন তাদের এই পরিবেশ দুষনের ব্যাপার আমরা অনেক আগে থেকেই শুনছি। শীঘ্রই আমরা সামাজিকভাবে একত্রিত হয়ে একটা প্রাসঙ্গিক সমাধানের চেষ্টা করব। আরও বলেন এভাবে পরিবেশ দুষন হলে আমদের উপজেলার মানুষের সুস্থ স্বাভাবিক পরিবেশে বসবাস করা কঠিন হবে। তাই অনতিবিলম্বে মেঘনা ফ্যাক্টরির এহেন কর্মকান্ড এবং পরিবেশ দুষণ বন্ধের জন্য দাবি জানান।
Leave a Reply