শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরে শ্রীপুরে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সাজানো ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফাজ উদ্দিন মন্ডল। মঙ্গলবার (৪মার্চ) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্য তিনি বলেন, স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) দৈনিক আমার সময় ‘ পত্রিকায় ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ৮জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিলেন স্বেচ্ছাসেবকদলকর্মী! শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সাজানো এবং মনগড়া সংবাদ প্রকাশ করে। ওই ঘটনার সাথে আমরা জরিত নয়। সামাজিক যোগাযোগে অপপ্রচারে ব্যর্থ হয়ে ওই প্রতিনিধিকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে একটি পক্ষ আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। যে সংবাদের তথ্যের বিষয়ে আমি অবগত নই। ওই প্রতিবেদনে আমিসহ নেতাকর্মী ও এলাকাবাসী বিভ্রান্ত হচ্ছে। আমাকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানান।
Leave a Reply