মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জামায়াতে ইসলাম শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বাদ জুম্মা শহরের থানাঘাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে বিসিক বাস টার্মিনালে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শাহজাদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌর জামায়াতের আমীর মাওঃ আমিনুল ইসলাম,সাবেক পৌর আমীর মাওঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আক্তার হোসেন, মহি উদ্দিন মহির, সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ জিয়াউল হক জিয়া প্রমূখ। এসময় বক্তাগণ রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ এবং রমজানের পবিত্র রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখার আহ্বান জানান।
Leave a Reply