মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী ডিজিটাল ভিশন বিদ্যানিকেতন এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তালগাছি করতোয়া ডিগ্রী কলেজ মাঠে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও গাড়াদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল জব্বার সাহেব। তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় এর সাবেক সহকারী প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ইসমাইল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াদাহ ইউনিয়নের সাবেক সভাপতি মো: আফসার আলী ,গাড়াদহ ইউনিয়নের সাবেক মেম্বার ও সদস্য সচিব মো: আব্দুল খালেক সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে প্লে শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টসে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি প্রাণ বন্ধকতার সৃষ্টি করেছে। যেমন : ছেলেদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা , বড় মেয়েদের মার্বেল প্রতিযোগিতা , পঞ্চম শ্রেণীর মেয়েদের দড়ি খেলা , ছেলেদের মোরগ যুদ্ধ , মেয়েদের বালিশ খেলা , বড় মেয়েদের বল নিক্ষেপ , ছোট মেয়েদের নৃত্য , অভিভাবকদের বালিশ খেলা , ছোট ছোট শিশুদের বেলুন ফাটানো , এছাড়া অনুষ্ঠানের বিশেষ একটি আকর্ষণ ( যেমন খুশি তেমন সাজো ) সর্ব সাকুল্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা তাদের প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অর্জনের ফলাফল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো: জুয়েল আহমেদ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছেন।
Leave a Reply