নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় আর অবৈধ এবং ফিটনেস বিহীন কোন যানবহন চলবে না বলে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন শহরের মধ্যে যত্রতত্র পরিবহন ও যাত্রীবাহী বাস দাড়িয়ে লোকজন ওঠানো নামাতে পারবে না এছাড়া শহরে যানজট কমাতে নসিমন-করিমন-ভটভটি বন্ধে ব্যর্থতা দেখতে চাইনা উল্লেখ করে বলেন স্বাধীন শব্দটা আসলেই পরাধীন। আমাদের দেশে সবযায়গায় জবর দখলের চেস্টা এবং সবকিছুতেই ব্যপ্তয় করে চলার প্রতিযোগীতা রয়েছে। রাস্তায় গাড়ী চললে অবশ্যই রুট পারমিট থাকতে হবে এছাড়া কোন যানবহন চলাচল করতে পারবে না। যানজট কমাতে বাস স্টান্ড থেকে বাস ছেড়ে শহরের মধ্যে কোন স্টপিজে বাস দাড়াতে পারবেনা। কোন লোডিং ট্রাক দিনের বেলায় শহরে প্রবেশ করতে পারবেনা। এর ব্যতিক্রম হলে মোবাইল কোর্ট করে সেটি বাজেয়াপ্ত করার সীদ্ধান্ত নিতে এডিএম ও বিআরটিএ সহকারী পরিচালককে নির্দেশনা দিয়েছেন
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বুধবার বিকালে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সার্বিক কার্যক্রমের উপর গণশুনানীতে উপরোক্ত নির্দেশন দেন তিনি।
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক কে,এম মাহাবুব কবির আলোচনার মূল বিষয়বস্তু তুলে ধরেন। গণগশুনানীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর শাহাবুদ্দিন মোল্লা, মোটর যান পরিদর্শক সজিব সরকার, দুর্নিতি প্রতিরোধ কমিটির সাবেক সাঃ সম্পাদক মোজাম্মেল হোসেন ও সিভিল সার্জন অফিস প্রতিনিধি ডাঃ জয়ন্তসহ বাস ও ট্রাক শ্রমীক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্তকর্তা ও সাংবাদিকগণ।
Leave a Reply