আব্দুল জব্বার (ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি)
অদ্য ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ছয়টি ইউনিয়ন এর চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর সমন্বয়ে গ্রাম আদালত এর অগ্রগতি ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান।
সভায় উপজেলা সমন্বয়কারী, হরিপুর, ঠাকুরগাঁও জনাব দেবেন্দ্র নাথ টপ্য গত ফেব্রুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। এর পাশাপাশি উপজেলা সমন্বয়কারীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রাম আদালত সক্রিয়করণে কি ভূমিকা পালন করতে পারে এবং করণীয় সম্পর্কে আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণ করেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ এবং চেয়ারম্যান বৃন্দ। তাঁরা সকলেই গ্রাম আদালত মামলা বৃদ্ধি করণ, প্রচার প্রচারণা সংক্রান্ত শীল প্রদান, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম এ গ্রাম আদালত এর ম্যাসেজ প্রদান এবং মাসিক ইউনিয়ন পরিষদ সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভায় গ্রাম আদালত এর ম্যাসেজ প্রদান করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান তাঁর বক্তব্যে বলেন যে, গ্রাম আদালত একটি আইনি আদালত। এখানে মামলার ফি, আবেদন পত্র পূরণ করতে সহযোগিতা করা এবং নথি লেখার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। পাশাপাশি গ্রাম আদালত এর তথ্য সম্বলিত একটি ড্রপ ডাউন ব্যানার করে প্রতিটি ইউনিয়নে টাঙ্গিয়ে রাখবেন। গ্রাম আদালত বিধিমালা অনুযায়ী মনোনীত সদস্যদের সমন্বয়ে গ্রাম আদালত গঠন করে মামলার বিচারকার্য পরিচালনা করবেন। আর যে সমস্ত ইউনিয়ন পরিষদে এ্যাজলাস আছে সেখানে গ্রাম আদালত এর বিচার এজলাসে বসে করবেন বলে নির্দেশনা প্রদান করেন। এবং মামলার সংখ্যা বৃদ্ধি করার জন্য সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দের নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা এবং ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply