1. asrafulalamsorkar@gmail.com : asrafulal amsorkar : asrafulal amsorkar
  2. admin@dainiksomoybela.com : somoy312admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বিএসএফ এর পুশইন। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই উল্লাপাড়া উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত হলেন আব্দুল ওহাব ও আজাদ হোসেনে চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গাঁজা উদ্ধার, স্ত্রী আটক স্বামী পলাতক তুরাগে সরকারি খাল দখল করে ১০ তলা ভবন নির্মাণ লোহাগড়ায় মিলল অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ মাদক মামলায় ০৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ কালিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ‎আব্দুল হালিম কে বাঁচাতে স্ত্রী দিতে চান কিডনি কিন্তু নেই প্রতিস্থাপনের কোনো অর্থ

চাঁদাবাজ, ছিনতাইকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে: অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

আরিফুজ্জামান (সাগর)

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রি.

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেছেন, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী অথবা অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে হবে। জনগণকে একটি স্থিতিশীল ও স্বস্তিকর আইন-শৃঙ্খলার পরিবেশ উপহার দিতে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে অবৈধ অস্ত্র, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে। অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকান্ড জোরদার করা হয়েছে। এরই ফলশ্রুতিতে গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে ডিবি। আজ (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০১:৩০ ঘটিকায় খিলগাঁওয়ের একটি গোপন আস্তানা থেকে একটি ৭.৬২ মি.মি চায়নিজ পিস্তল, একটি তরাশ ম্যাগাজিন, ৯ মি.মি. পিস্তলের ছয় রাউন্ড গুলি, ৭.৬২ মি.মি চায়নিজ রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা উদ্ধারসহ মোঃ নাসির উদ্দিন ও মোঃ ইমরান হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি। অন্যদিকে রাত ১২:০০ ঘটিকায় যাত্রাবাড়ী এলাকার কুখ্যাত চাঁদাবাজ শাকিল, মোঃ বাবু ও হাজারীবাগ এলাকার চিহ্নিত চাঁদাবাজ মোঃ রাতুল ইসলামসহ ছয় চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই পেশাদার চিহ্নিত চাঁদাবাজ। অপর এক অভিযানে মিরপুর এলাকা থেকে রাত ৩:০০ ঘটিকায় ২৪ টি মোবাইলসহ পাঁচজন, লালবাগ থেকে দুইজন, মতিঝিল থেকে দুইজন ও উত্তরা থেকে একজন, সর্বমোট ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাত ১২:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সাইবার অপরাধের ক্ষেত্রে গত রাতে গাইবান্ধা ও নাটোর জেলা হতে রাফি সরকার ও মাসুদ রানা নামের দুইজন সাইবার প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান ২৪ ঘন্টা অব্যাহত রয়েছে। ঢাকা মহানগরের পাশাপাশি সারা বাংলাদেশে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করে যাবো। কোন আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে তিনি কারো রক্ত চক্ষুকে ভয় পান না বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।

সংবাদ সম্মেলনে নগরবাসীর কাছে অপরাধ ও অপরাধী সংক্রান্ত যদি কোন তথ্য থাকে সেই তথ্য গোয়েন্দা পুলিশকে অবহিত করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ডিবি প্রধান। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ডিবি পুলিশকে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া; যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ) সৈয়দ হারুন অর রশীদ বিপিএম সহ সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
Powered by: Nfly IT