**নাজমুল আলম মুন্না, সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরূদ্ধে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি এলাকার বলাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। সকালে স্থানীয় জনতা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত খাদিজা খাতুন (১৯) সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকার বলাডাঙ্গা গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। তিনি সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মালির মেয়ে। ঘাতক স্বামী আমিরুল ইসলাম (২৩) বলাডাঙ্গা গ্রামের এলাই বক্সের ছেলে। এবিষয়ে ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাবেক মেম্বার সুমন জানান ৪/৫ দিন আগে থেকে আমিরুলের মাথায় গন্ডগোল শুরু হয়। এজন্য তাকে কবিরাজ দিয়ে ঝাড়ফুকও দেয়া হয়েছে। এরা দুজন আপন মামাতো ফুফাতো ভাই বোন, ওদের দুজনেরই আগে বিয়ে ছিল। গতকাল রাতে হটাৎ ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলে। সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা জানতে পেরেছি স্ত্রীকে ফাস দিয়ে মেরে ফেলছে। তবে সুরতহাল রিপোর্ট আসলেই বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে। স্বামী আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে ।
Leave a Reply