কবির আহমেদ -ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি:
ত্রিশালে সাখুয়া ইউনিয়ন জিনিয়াস ফোরাম কর্তৃক ইউনিয়ন এর সকল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী কর্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার আখরাই উচ্চ বিদ্যালয় — মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক মেজর ইন্জিনিয়ার মোঃ আসাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ এনামুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোহাম্মদ বনি আমিন সহ আমন্ত্রণিত অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাখুয়া ইউনিয়ন জিনিয়াস ফোরাম এর বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণী থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছেন রাজিন। সাখুয়া উচ্চ বিদ্যালয় এর ৯ম শ্রেণী থেকে বৃত্তি পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফারহান হাসান কখন।
পরে অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথির মাধ্যমে প্রায় অর্ধশত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি করা হয়।
Leave a Reply