সালাম মুর্শেদী, স্টাফ রিপোর্টারঃ
না ফেরার দেশে চলে গেলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গুনী শিক্ষকখ্যাত খিজির হোসেন।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ ওয়া—রাজিউন)। মৃত্যুকালে তিনার বয়স হয়েছিল ৭৬ বছর৷
মৃত্যুকালে তিনি স্ত্রী সহ দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য ছাত্র, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় স্বজন রেখে যান।
খিজির হোসেন উত্তরবঙ্গের একজন বিশিষ্ট ‘ঘা’ চিকিৎসক ছিলেন। তিনি একাধারে একজন গুণী শিক্ষক, শিক্ষানুরাগী, সংস্কৃতি মনা, মানবীয় বৈশিষ্ট্যের অধিকারী এবং বিশিষ্ট সমাজ সেবকও ছিলেন।
তিনার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ চার দশক শিক্ষকতা করে সর্বশেষ তিনি উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাবস্থায় অবসরে যান।
Leave a Reply