লালন সরকার, দেবীগঞ্জ
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরে সড়ক দুর্ঘটনায় হাফিজার রহমান (৩৪) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল চারাটায় দেবীগঞ্জ পৌর শহরের ডাকবাংলো সংলগ্ন এশিয়ান মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
নিহত হাফিজার রহমান পাশ্ববর্তী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিরাম গ্ৰামের রমজান আলীর ছেলে। তিনি পঞ্চগড়ে এসিআই কোম্পানিতে (প্রিমিও প্লাস্টিক) গ্ৰুপে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজার রহমান
মোটরসাইকেলযোগে পঞ্চগড় থেকে নীলফামারীর কিশোরগঞ্জে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
পথিমধ্যে দেবীগঞ্জ পৌর শহরের এশিয়ান মহাসড়ক সংলগ্ন সেনা চৌকির সামনে পৌঁছলে হাইড্রোলিক ব্রেক চাপেন হাফিজুর রহমান। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে যান সড়কে। এসময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির নছিমন তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
সেনা ক্যাম্পের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে সড়ক দূর্ঘটনার পর ঘাতক নছিমন এবং এর চালককে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, নছিমনের নিচে চাপা পড়ে হাফিজুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘাতক নছিমন এবং এর চালককে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply