হাবিবুর রহমান পীরগাছা (রংপুর) প্রতিনিধি –
রংপুরের পীরগাছায় জমে উঠেছে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ভোটার সংখ্যা ১৭ জন। দুপুর ২ থেকে সাড়ে ৩ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচন কে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখরিত থাকছে প্রেসক্লাব অঙ্গন।শেষ সময় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রেসক্লাবের এ নির্বাচন নিয়ে সরকারি, বেসরকারি অফিস আদালতসহ বিভিন্ন স্থানে চলছে আলোচনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে কাকে ভোট দিবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এ নির্বাচনে দৃষ্টি রয়েছে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের। নির্বাচনে সভাপতি পদে,দৈনিক পরিবেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি,তোজাম্মেল হক মুন্সী,দৈনিক করতোয়া প্রতিনিধি, এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক পদে, আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি তাজরুল ইসলাম, যুগের আলো প্রতিনিধি, হারুন অর রশিদ, নয়া দিগন্ত প্রতিনিধি, গোলাম আজম,মানবকন্ঠ প্রতিনিধি, সৈয়দ আলী প্রমূখ। দুইটি পদে নির্বাচনী প্রতিদ্বন্ধীতা করছেন ছয় জন প্রার্থী।নির্বাচন পরিচালনা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত একাডেমিক সুপার ভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি, আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, পীরগাছা সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম আমিনুল ইসলাম স্বপন, প্রেসক্লাবের আহ্বায়ক,শাহ কামাল ফারুক লাবু, সদস্য সচিব শাহজাহান সিরাজ মাসুদ। প্রেসক্লাবের আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য,শাহ কামাল ফারুক লাবু জানান,
ইতিমধ্যেই প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর শান্তিপূর্ণ ভাবে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply