রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :
ঢাকা সাভার আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল এক নারীর,
সাভারের আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় এক নারীর নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় র্যাব-৪ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ।
নিহত ওই নারীর রোকেয়া আক্তার (৩৭)। তিনি ঢাকার ধামরাই উপজেলাধীন সুতিপাড়া এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী।
হাইওয়ে পুলিশ জানায়, আজ সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় র্যাব-৪ এর কার্যালয়ের সামনে সড়ক পার হওয়ার সময় ক্রাউন সিমেন্টের একটি কাভার্ড ভ্যান
(ঢাকা মেট্টো-উ- ১১-৩১১২)
ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Leave a Reply