মোঃ কামাল উদ্দিন
স্টাফ রিপোর্টার ।
মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দেবীগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠে আজ (১৬ই ডিসেম্বর – ২০২৪ ) দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা , কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ , শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ , সম্মিলিত জাতীয় পতাকা উত্তোলন ও বীর মুক্তিযোদ্ধা , যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার পরিবার ও শহীদে বীর মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যগণকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দেবীগঞ্জ, মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাঈম মোর্শেদ , এসিল্যান্ড দেবীগঞ্জ তুরাব হোসেন, অফিসার ইনচার্জ দেবীগঞ্জ মোঃ সোয়েল রানা, সভাপতি জিয়া পরিষদ পঞ্চগড় মোঃ মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী সাবেক আমির আবুল বাশার বসুনীয়া , জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুল হালিম, সহ সকল দফতরের দফতর প্রধানগন , বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও সর্বস্তরের সাধারণ জনগণ ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল্লাহ হাসান বিজয় মেলার উদ্বোধন শেষে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন । তিনি বিজয় দিবসে দেশের স্থিতিশীল অবস্থা বজায় রাখাতে সকলের প্রতি অনুরোধ করেন।
সকল বীর মুক্তিযোদ্ধাদের সব বিষয়ে সহযোগিতা কথা ব্যক্ত করেন এবং প্রতিটি বীর মুক্তিযোদ্ধার হাতে পুরস্কার স্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে রজনীগন্ধার স্টিক ও একটি করে ব্যাগ তুলে দেন।
Leave a Reply