মোমেন আকন্দ (স্পেশাল রিপোর্টার)
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও 006 CLUB এর উদ্যোগে, “চাইনিজ বার দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট” এর আয়োজন করা হয়েছে। স্বতন্ত্র জার্সিতে
টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করবে ১৬ টি দল। লটারির মাধ্যমে ২ টি গ্রুপে ভাগ করে খেলা পরিচালিত হবে এবং টুর্নামেন্টটি ১৬ ডিসেম্বর শুরু হয়ে একই দিনে শেষ হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সকল পদ্ধতি অনুযায়ী খেলা পরিচালিত হলেও থাকছেনা অফসাইড পদ্ধতি। বিজয়ী দলে ও রানার্সআপ দল পুরুষ্কার হিসেবে ক্রমান্বয়ে ১৫০০০ টাকা ও ১০০০০ টাকা পাবে। খেলার নির্ধারিত সময়ের বাহিরে থাকছে না অতিরিক্ত সময়। নির্ধারিত সময়ে খেলা অমিমাংশিত থাকলে সরাসরি টাইব্রেকার এর মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। লাল কার্ড প্রাপ্ত কোন খেলোয়াড় পরের খেলায় অংশগ্রহণ করতে পারবেন না।
এই ব্যপারে টুর্নামেন্টের অন্যতম পরিচালক এবং অত্র ক্লাবের সভাপতি এস. এম. শরীফ জানান, মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের নলগাঁও 006 CLUB এর পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়ে থাকে। মহান বিজয় দিবস উপলক্ষে আমরা এই চাইনিজ বার দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। সারাদেশে এইভাবে খেলার আয়োজন করলে যুব সমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে। তাই সারা দেশেই বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা উচিত।
Leave a Reply