1. asrafulalamsorkar@gmail.com : asrafulal amsorkar : asrafulal amsorkar
  2. admin@dainiksomoybela.com : somoy312admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মনিপুরে চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ* শ্রীপুরে ভাড়াটিয়ার বাসায় থেকে ল্যাপটপ সহ নগদ টাকা, স্বর্ণালঙ্কার চুরি: জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব……এস এম জাহাঙ্গীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বহিষ্কার, ভাওয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুরে ভাওয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুরে ভাওয়াল ফাউন্ডেশন উদ্যোগে এর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ শ্রীপুরে ভাওয়াল ফাউন্ডেশন উদ্যোগে এর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো, মেডিকো স্পেশালাইজড ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ।

পাঁচবিবিতে হামদর্দ কোম্পানির সিনকারা ১০৮০ বোতল ভেজাল ঔষুধ উদ্ধার , আটক ১

  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট পাঁচবিবিতে হামদর্দ কোম্পানির ভেজাল (সিনকারা) ঔষুধ তৈরী ও বিক্রি করছিলো পাঁচবিবি হামর্দদ শাখা নিম্নমান সহকারী অফিসার রঞ্জুরুল ইসলাম।

পাঁচবিবি উপজেলা তিন মাথার লাঙ্গলহাটি রাস্তার পশ্চিম পাশে হামর্দদ ল্যাবটরীতে অনেকদিন যাবত নিম্নমান সহকারি হিসেবে কাজ করে আসতেছেন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার সরদার পাড়া গ্ৰামের মোঃ হায়দার আলীর ছেলে রঞ্জুরুল ইসলাম।

পাঁচবিবি উপজেলার হামদার্দ কোম্পানির যারা মার্কেটিং করে, তারা গত কয়েকদিন পূর্বে জানতে পারে তাদের কোম্পানির নামে কে বা কাহারা সিনকারা সিরাপটি নকল ও ভেজাল প্রক্রিয়া করে ঔষুধ টি বাজারজাতকরণ করতেছে। এতে করে মার্কেটিং দের অনেক কথা শুনতে হয় সাধারণ জনগণের কাছ থেকে। এমন তথ্যের ভিত্তিতে ১ ডিসেম্বর (রবিবার) রাতে হামর্দদ কোম্পানির জোনাল ম্যানেজার ও সহকারি পরিচালকের সহযোগিতায় ভেজাল ঔষুধ গুলো পাঁচবিবি হামর্দদ শাখার ঔষুধের গুদামে থেকে ভেজাল ওষুধ শনাক্ত করে।

গত ১ ডিসেম্বর (রবিবার) রাত দশটার দিকে হামদার্দ কোম্পানির জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লা বাদী হয়ে রঞ্জরুল ইসলামের নামে পাঁচবিবি থানায় একটি এজাহার দায়ের করে।

এজাহারের ভিত্তিতে ২ ডিসেম্বর রাত ১টায় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলীর দিকনির্দেশনায় সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আল মাছুম নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রঞ্জরুল ইসলামকে গ্রেফতার করে,১০৮০ পিচ( ৪৫০মিলি)সিনকারা ভেজাল যুক্ত বোতল ও ৭৫০ পিচ (১০০ মিলি) খালি বোতল উদ্ধার করে।

এই মামলার তদন্তকরী কর্মকর্তা এস আই মোঃ আব্দুল্লাহ আল মাসুম বলেন, রনঞ্জুল ইসলাম অনেক দিন ধরে এই অপকর্ম গুলো করে আসতেছিল, ঢাকা থেকে এই সিনকারা ঔষুধের সিল ও খালি বোতল নিয়ে আসত, পাঁচবিবিতে এনে অরিজিনাল সিনকারা ১০০ মিলি বোতল খুলে একটি প্রাত্রের মধ্যে রেখে, তার মধ্যে চিনির সিরা মিশিয়ে,৪৫০ মিলি বোতল ভরে বাজারজাত করতো । এবং তার বিরুদ্ধে বিভিন্ন কোম্পানির স্টক ওষুধ বিক্রির প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।

এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী জানান, হামর্দদ কোম্পানির পক্ষ থেকে একটি এজাহার পাওয়ার পর নকল ঔষুধ গুলো উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
Powered by: Nfly IT