মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে দুই জনের নাম অন্তর্ভুক্ত হলো। তারা হলেন সাবেক আহবায়ক আব্দুল ওহাব ও সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ। তার আগে সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায় কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম উল্লাপাড়া উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন। এতে উপস্থিত থেকে নূর কায়েম সবুজ সমন্বয়ক করেন এবং সদস্য করেন এম আকবর আলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি এ্যাড: সিমকী ইমাম খান, সাবেক ডিআইজি খান সাইদ হাসান, কে এম শরফুদ্দিন মঞ্জু। উপস্থিত সকলে বলেছেন অনেক সুন্দর একটা কমিটি গঠন করা হয়েছে। তারা দাবি করেন বিগত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে হামলা মামলার শিকার হয়েছে বারবার কারাবরণ করেছে এক কথায় ত্যাগেদের সম্পূর্ণ বাদ দিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্বারা কখনো ত্যাগের মূল্যায়ন সম্ভব না তাই তারা বারবার দাবি জানিয়েছে বিগত ১৭ বছর যাদের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তাদেরকে এই নির্বাচন পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক। তারই পরিপ্রেক্ষিতে আজকে ২২ মে ২০২৫ ইং উল্লাপাড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়। এতে নতুন করে সাবেক আহবায়ক জনাব আব্দুল ওহাব ও সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেন আজাদ কে অন্তর্ভুক্ত করা হয়। কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সমেম্মলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম আলিম এর স্বাক্ষরিত চিঠিতে এটা প্রকাশ করা হয়। এ খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর এই তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ব্যাপক খুশি ও উচ্ছলতা দেখা যায়। তৃণমূলের নেতা কর্মীরা এখন মনে করেন সঠিক ও যোগ্য নেতাকর্মীরা মূল্যায়ন পাবে। এতে অনেক সুন্দর কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply