মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম গ্রামে কেএম অ্যাডভোকেট রায়হান উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জিএস এবং শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গতকাল রাত তিনটার সময় হঠাৎ করে আগুন ধরে যায় এবং সাড়ে চারটার দিকে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন ও বিদ্যুৎ অফিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই অগ্নিকাণ্ডে বাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গেলেও কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
ধারণা করা হচ্ছে, গ্রামে সচরাচর কেউ না থাকার কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা কে বা কাহারাও আগুনের দেওয়ায় সূত্রপাত হতে পারে।
Leave a Reply