মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
মাদারীপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে বাস উল্টে এক নারী নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মরিয়ম বিবি (৫৫) মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকার মরহুম আজিজুল সরদারের স্ত্রী।
স্থানীয় ও মস্তফাপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় এক নারীর মৃত্যু হয়। আহত হন ১০ যাত্রী। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সফিক বলেন, ‘মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশের খাদে পড়ে যায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছি এবং আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
মস্তফাপুর হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
Leave a Reply